বগুড়ায় জ্বর-সর্দিতে আক্রান্ত চিকিৎসকের শরীরে করোনাভাইরাস নেই

বগুড়া শহরে বসবাসকারী জ্বর–সর্দিতে আক্রান্ত চিকিৎসকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) তাঁর নমুনা পরীক্ষার পর এ কথা জানিয়েছে।

বগুড়ার সিভিল সার্জন গউসুল আজিম চৌধুরী আজ শনিবার প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, গতকাল রাতে আইইডিসিআর ওই চিকিৎসকের নমুনা পরীক্ষার ফলাফল জানায়। বিষয়টি ওই চিকিৎসককে জানানো হয়। আজ চিকিৎসক গাইবান্ধায় তাঁর কর্মস্থলে যোগ দিয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি গাইবান্ধা ১০০ শয্যার জেলা হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত সাদুল্যাপুর উপজেলার দুজন রোগীকে গ্রহণ করেন ওই চিকিৎসক। পরে তিনি জ্বর-সর্দিতে আক্রান্ত হন। গত বুধবার আইইডিসিআরের একটি দল তাঁর নমুনা সংগ্রহ করেন। তিনি পুরো সময় বগুড়ায় তাঁর বাসায় হোম কোয়ারেন্টিনে ছিলেন।