সচেতনতার মাধ্যমে করোনাকে মোকাবিলা করতে হবে: জি এম কাদের

জি এম কাদের। ফাইল ছবি
জি এম কাদের। ফাইল ছবি

জাতীয় পার্টির চেয়ার‌ম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘করোনাভাইরাস সংক্রমণজনিত বৈশ্বিক সমস্যা বাংলাদেশকেও গ্রাস করেছে। আমাদের শতবর্ষের ইতিহাসে এটি ভয়াবহতম মানবিক বিপর্যয়ের ঘটনা। প্রতিনিয়ত আমাদের দেশে করোনা সংক্রমণজনিত স্বাস্থ্যঝুঁকি বেড়েই চলেছে।’

কাদের আজ শনিবার এক বিবৃতিতে এসব কথা বলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘এর আগেও বিশ্বে এ ধরনের স্বাস্থ্য বিপর্যয় নেমে এসেছে। প্লেগ-কলেরা-স্প্যানিস ফ্লুর মতো মহামারি মোকাবিলা করে মানবসভ্যতা টিকে আছে। এবারও আমরা করোনা দুর্যোগ মোকাবিলা করে টিকে থাকব, এই বিশ্বাস আমাদের আছে। এর জন্য প্রয়োজন কোনোভাবে দিশেহারা না হয়ে ধৈর্য, সাহসিকতা ও সচেতনতার মাধ্যমে করোনাকে মোকাবিলা করা।’

জি এম কাদের বলেন, এই মুহূর্তে দেশবাসীকে নিরাপদ রাখার জন্য তাদের নিজ নিজ অবস্থানে স্বাস্থ্য-নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সচেতনতা সৃষ্টি করতে জাতীয় পার্টির প্রত্যেক নেতা-কর্মীকে কাজ করে যেতে হবে।

কাদের বলেন, ‘আমরা নিজেরাও নিরাপদ থাকব। সেই সঙ্গে অন্যকেও নিরাপদ রাখার জন্য সহযোগিতা করব। তার জন্য প্রশাসনকে আমরা সব ধরনের সহযোগিতা করতে চাই।’

জাতীয় পার্টির সব পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে কাদের বলেন, যে যাঁর এলাকায় অবস্থান করে করোনা–ঝুঁকি সম্পর্কে জনগণকে সচেতন রাখবেন, করোনা থেকে মুক্ত থাকতে চিকিৎসকদের পরামর্শ মেনে চলার জন্য সবাইকে উদ্বুদ্ধ করবেন এবং যে যাঁর সামর্থ্য অনুসারে নিজ এলাকার দুস্থ ও অসহায় মানুষদের সাহায্য-সহযোগিতা করবেন।

কাদের বলেন, ‘করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারও কার্যকর ব্যবস্থা গ্রহণ করছেন। আমরাও সরকারকে সহযোগিতা করতে চাই এবং দলমত–নির্বিশেষে এই মুহূর্তে সবারই সরকারের পাশে থাকা উচিত।’

কাদের সরকারের আহ্বান জানিয়ে বলেন, দেশের দরিদ্র, অসহায় মানুষেরা যাঁরা দিন খেটে দিনে খান, তাঁদের জন্য প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করুন, যাতে তাঁদের যেন ঘরের বাইরে যেতে না হয়।