খুলনায় করোনো ইউনিটে থাকা বৃদ্ধের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনো আইসোলেশন ইউনিটে পর্যবেক্ষণে থাকা একজন রোগী (৭০) মারা গেছেন। আজ রোববার সকাল সোয়া নয়টার দিকে তিনি মারা যান। চিকিৎসকেরা বলছেন, তিনি যক্ষ্মা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির বাড়ি নড়াইলের কালিয়া উপজেলায়। গতকাল শনিবার দুপুর সোয়া ১২টার দিকে তাঁকে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। ভর্তির সময় তাঁর বারবার কাশি হওয়ায় ওই ইউনিটে ভর্তি করা হয়। পরে চিকিৎসকেরা স্বজনের কাছে জানতে পারেন, তাঁর যক্ষ্মায় আক্রান্তের ইতিহাস আছে।

খুলনার সিভিল সার্জন সুজাত আহমেদ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, মারা যাওয়া ব্যক্তি পুরাতন যক্ষ্মা রোগী। বারবার কাশি হওয়ায় সাবধানতার জন্য করোনা আইসোলেশন ইউনিটে তাঁকে রাখা হয়েছিল। সার্বিক বিষয় জানিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সঙ্গে চিকিৎসকেরা যোগাযোগ করেছিলেন। সেখান থেকে জানানো হয়, তাঁর নমুনা পরীক্ষার প্রয়োজন নেই। সে কারণে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।