চট্টগ্রামে রেস্টুরেন্ট খোলা রাখা যাবে, আড্ডা হবে না

চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার (সিএমপি) মো. মাহাবুবর রহমান নগরের ১৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্দেশ দিয়েছেন, কোনো রেস্টুরেন্টে মানুষ আড্ডা দিতে পারবেন না। তবে রেস্টুরেন্ট খোলা রাখা যাবে।

আজ রোববার রাতে নগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান এই নির্দেশ দেন।

করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে চট্টগ্রামের হোটেল, রেস্টুরেন্ট গত বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে। ওষুধ ও মুদির দোকান খোলা রয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আবু বক্কর সিদ্দিক প্রথম আলোকে বলেন, শুধু খাবার সংগ্রহ করে বাসায় পার্সেল নেওয়া যাবে। রেস্টুরেন্ট বা দোকানের ভেতর খাবার খাওয়া যাবে না। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে রেস্টুরেন্টে আসা-যাওয়া করতে হবে। খাবার সংগ্রহের সময় নিরাপদ দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়াতে হবে। রেস্টুরেন্টে কোনো অবস্থাতে আড্ডা দেওয়া চলবে না। খাবার তৈরি থেকে বিক্রি পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলতে হবে। প্রতে৵ক খাবারের দোকানে প্রবেশপথে হ্যান্ডওয়াশ বা স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। বিষয়গুলো তদারকির জন্য পুলিশ কমিশনার ১৬ থানার ওসিদের নির্দেশ দিয়েছেন।