বেঙ্গালুরু থেকে বাংলাদেশি শিক্ষকের ফেরার আকুতি

চট্টগ্রামের সীতাকুণ্ড কলেজের সহকারী অধ্যাপক সুবীর কান্তি নাথ চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরুতে গিয়ে আটকা পড়েছেন। তাঁকে উদ্ধারে মানবিক সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি।

আজ রোববার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় তিনি এ আবেদন জানান।

ভিডিও বার্তায় তিনি জানান, ৮ মার্চ তিনি ওপেন হার্ট সার্জারির জন্য ভারতের বেঙ্গালুরুতে যান। ৯ মার্চ তাঁর অস্ত্রোপচার হয়। ১৬ মার্চ তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। বাংলাদেশে ফেরার জন্য ২৮ মার্চের নির্ধারিত বিমানের টিকিট কাটা ছিল। বাংলাদেশের সঙ্গে চীন ছাড়া অন্য সব দেশের বিমান যোগাযোগ বন্ধ থাকায় তাঁর টিকিট বাতিল করে কর্তৃপক্ষ। এত দিনে তাঁর টাকাপয়সা ও খাবারদাবার ফুরিয়ে গেছে। ভারতে লকডাউনের কারণে মানি এক্সচেঞ্জের দোকান বন্ধ। তাই বাংলাদেশ থেকে টাকা পাঠানো যাচ্ছে না।

বিষয়টি সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন ও জরুরি ভিত্তিতে ভারতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করবেন।