খাগড়াছড়িতে তরুণদের উদ্যোগে দুই গ্রাম 'লকডাউন'

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে তরুণদের উদ্যোগে গ্রামের প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে। মধ্য খবংপড়িয়া, খাগড়াছড়ি, ৩০ মার্চ। ছবি: নীরব চৌধুরী
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে তরুণদের উদ্যোগে গ্রামের প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে। মধ্য খবংপড়িয়া, খাগড়াছড়ি, ৩০ মার্চ। ছবি: নীরব চৌধুরী

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে খাগড়াছড়ি পৌরসভায় তরুণদের উদ্যোগে দুটি গ্রাম ‘লকডাউন’ (অবরুদ্ধ) করা হয়েছে। গত শনিবার থেকে গ্রাম দুটির বাসিন্দা স্বেচ্ছায় অবরুদ্ধ জীবনযাপন করছেন। গ্রাম দুটি হলো খবংপুড়িয়া ও শব্দমিয়া পাড়া।

গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, পৌরসভার এক নম্বর ওয়ার্ডের খবংপুড়িয়া ও তিন নম্বর ওয়ার্ডের শব্দমিয়া পাড়া গ্রামের প্রতিটি প্রবেশ মুখে বাঁশ দিয়ে করা হয়েছে অস্থায়ী ফটক। বহিরাগত কেউ যাতে গ্রামে প্রবেশ করতে না পারেন এবং গ্রামের কেউ যাতে অযথা বের হতে না পারেন, সে জন্য ফটকে বসানো হয়েছে পাহারা। ফটকে পালাক্রমে পাহারা দিচ্ছেন স্থানীয় তরুণেরা। জরুরি কাজে বের হওয়া ও গ্রামে প্রবেশ করা মানুষদের শরীরে ছিটানো হচ্ছে জীবাণুনাশক।

খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম বলেন, শব্দমিয়া পাড়া ও খবংপুড়িয়ায় এক হাজার পরিবার বসবাস করে। সুরক্ষার জন্য বহিরাগতদের প্রবেশ নিষেধ ও নিজেদের চলাফেরা সীমিত করেছে দুই গ্রামবাসী। এটি ইতিবাচক উদ্যোগ।