প্রথম আলোর নাম ব্যবহার করে ভুয়া খবর প্রচার

প্রথম আলোর নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ভুয়া খবর পাঠানো হচ্ছে। ওই খবরে সরকারের কথিত নতুন যোগাযোগ নীতিমালার কথা উল্লেখ করে বলা হচ্ছে, ‘নাগরিকদের ফোনকল, হোয়াটসঅ্যাপ কল, টুইটার, সামাজিক যোগাযোগমাধ্যম, ভিডিও, অডিও থেকে সবকিছু সরকার মনিটরিং করছে। আপত্তিকর কোনো কিছু পেলেই বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হবে।’

প্রথম আলোর হাতে আসা এমন একটি মেসেজে দেখা গেছে, এসব মনগড়া তথ্যের সঙ্গে প্রথম আলোর নাম জুড়ে দেওয়া হয়েছে। বিষয়টি নজরে আসার পরপরই প্রথম আলোর পক্ষ থেকে পুলিশের সাইবার অপরাধ বিভাগ ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার কর্তৃপক্ষকে জানানো হয়।

সাইবার অপরাধ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, জে কে ব্রেকিং নিউজ নামের একটি ভারতীয় আইডি থেকে ২০১৭ সালের ১০ অক্টোবর প্রথম এই খবর প্রচার করা হয়। এরপর সেটা কপি করে কে বা কারা প্রথম আলোর নাম ব্যবহার করে প্রচার করছে। এর সঙ্গে প্রথম আলোর কোনো সংশ্লিষ্টতা নেই।