আক্কেলপুরে আইসোলেশনে থাকা তিনজনের করোনা শনাক্ত হয়নি

জয়পুরহাট
জয়পুরহাট

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে স্থাপিত আইসোলেশন ইউনিটে ভর্তি হওয়া তিন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হননি। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইসিডিআর) নমুনা পরীক্ষার পর এই প্রতিবেদন দিয়েছে।

জয়পুরহাটের সিভিল সার্জন সেলিম মিঞা গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, জয়পুরহাটে পাঁচজনকে আইসোলেশনে রাখা হয়েছে। এর মধ্যে গত শনিবার তিনজনের নমুনা সংগ্রহ করে আইইসিডিআরে পাঠানো হয়েছিল। গতকাল বিকেলে তিনজনের নমুনা পরীক্ষার প্রতিবেদন সিভিল সার্জনের কার্যালয়ে এসে পৌঁছায়।

সিভিল সার্জন সেলিম মিঞা প্রথম আলোকে বলেন, জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত পাঁচ ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের নমুনা আইইসিডিআরে পাঠানো হয়েছিল। তিনজনের প্রতিবেদনই নেগেটিভ এসেছে।