করোনায় স্থগিত হলো পয়লা বৈশাখের অনুষ্ঠান

করোনাভাইরাসের বিস্তার রোধে জনসমাগম পরিহার করার জন্য আসন্ন পয়লা বৈশাখের সব ধরনের অনুষ্ঠান ও কার্যক্রম (তিন পার্বত্য জেলার বৈসাবিসহ) স্থগিত করার বিষয়ে আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ বুধবার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশাখের অনুষ্ঠান বাতিল করার ঘোষণা দেন।

গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো করানোভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এখন পর্যন্ত মোট ৫৪ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে ছয়জন মারা গেছেন।