মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু, পরিবারকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মস্তিষ্কে রক্তক্ষরণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আজ বুধবার করোনাভাইরাসের আতঙ্কে ওই বৃদ্ধের পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ।

মারা যাওয়া বৃদ্ধের নাম হাবিবুর রহমান (৬০)। তিনি উপজেলার চনপাড়া বস্তিতে থাকতেন। ডেমরায় একটি কোম্পানির নিরাপত্তাপ্রহরীর কাজ করতেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার চনপাড়া পুলিশ ক্যাম্পের পরিদর্শক মাহমুদুল ইসলাম প্রথম আলোকে বলেন, মস্তিষ্কে রক্তক্ষরণের পর মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৃদ্ধ হাবিবুর রহমানের মৃত্যু হয়। পরে করোনায় আক্রান্ত হয়ে তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে বৃদ্ধের পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

ওই বৃদ্ধের ছেলে আবদুল কাদির প্রথম আলোকে বলেন, গত সোমবার তাঁর বাবার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর বাবা মারা যান। আর বুধবার পুলিশ তাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ প্রথম আলোকে বলেন, ‘পুলিশ কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিলে তা হবে না। স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী, উপজেলা প্রশাসন হোম কোয়ারেন্টিনের থাকতে নির্দেশ দেবে।’

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম প্রথম আলোকে বলেন, লোকজন উত্তেজিত থাকার কারণে পুলিশ ওই পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য কর্মকর্তাকে পাঠিয়ে এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন না থাকলে তারা হোম কোয়ারেন্টিনে থাকবে না।