সখীপুরে হাট বসানোয় ইজারাদারকে জরিমানা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সরকারের আদেশ অমান্য করে সাপ্তাহিক হাট বসিয়ে জনসমাগম করার দায়ে টাঙ্গাইলের সখীপুরে হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে কালিদাস হাটে গিয়ে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজা দেন।
ওই ইজারাদারের নাম মেহেদি হাসান।

আসমাউল হুসনা বলেন, জনসমাগম থেকে করোনাভাইরাসের সংক্রমণ ঘটতে পারে বলে সরকার সাপ্তাহিক হাট বসানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। ইজারাদার মেহেদি সরাসরি সরকারের ওই আদেশ অমান্য করেছেন।