করোনা পরীক্ষার জন্য নার্সকে পাঠানো হলো ঢাকায়

শ্বাসকষ্ট, গলাব্যথা ও জ্বরে আক্রান্ত নড়াইল সদর হাসপাতালের এক জ্যেষ্ঠ নার্সকে করোনাভাইরাস শনাক্তকরণের পরীক্ষার জন্য ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ওই নার্সের পরিবার ও হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুর শাকুর প্রথম আলোকে বলেন, ওই জ্যেষ্ঠ নার্স কয়েক দিন ধরে শ্বাসকষ্ট, গলাব্যথা ও জ্বরে ভুগছেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত কি না, তা পরীক্ষার জন্য গতকাল বৃহস্পতিবার সকালে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

ওই নার্সের ছেলে প্রথম আলোকে বলেন, করোনাভাইরাস শনাক্তকরণের পরীক্ষার জন্য এরই মধ্যে তাঁর মায়ের নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ প্রতিবেদন পাওয়ার কথা আছে।