জীবাণুনাশক বেশি দামে বিক্রি, দোকানের মালিককে জরিমানা

প্রতীকী ছবি। এএফপি
প্রতীকী ছবি। এএফপি

চট্টগ্রামের হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকার একটি ওষুধের দোকানে বেশি দামে জীবাণুনাশক বিক্রির অপরাধে ওই দোকানের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমীন তাঁকে জরিমানা করেন।

দণ্ড পাওয়া ব্যক্তি হলেন হাটহাজারি বাসস্ট্যান্ড এলাকার মনি ফার্মেসির মালিক মোহাম্মদ হুমায়ন রশিদ। তিনি ৪০ টাকার জীবাণুনাশক হেক্সিসল ১০০ টাকায় বিক্রি করছিলেন। এই অপরাধে তাঁকে জরিমানা করা হয়।

এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমীন গতকাল প্রথম আলোকে বলেন, বাজার পর্যবেক্ষণের অংশ হিসেবে তিনি ওই ওষুধের দোকানে অভিযান চালান। এ সময় তিনি সেখানে ৪০ টাকা দামের হেক্সিসল ১০০ টাকায় বিক্রি করতে দেখেন। এই অপরাধেই দোকানের মালিক মোহাম্মদ হুমায়ন রশিদকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, দোকানের মালিক ভবিষ্যতে এই ধরনের অপরাধ আর করবেন না বলে মুচলেকাও দিয়েছেন।