নাটোরে সর্দি-কাশি নিয়ে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সর্দি ও কাশি নিয়ে নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের দুলাল হোসেন (৩৬) নামের এক যুবক আজ শনিবার সকালে নিজ বাড়িতে মারা গেছেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করে রাজশাহীতে পাঠানো হয়েছে। নাটোরের সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন।

নাটোরের সিভিল সার্জন কাজী মিজানুর রহমান জানান, সদর উপজেলার দুলাল হোসেন আজ সকাল ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে নিজ বাড়িতে মারা গেছেন। পরিবারের লোকজন জানিয়েছেন, তিনি ওমানে থাকতেন। দুই বছর আগে ওমান থেকে দেশে ফিরে কৃষিকাজ শুরু করেন। গতকাল শুক্রবারও তিনি মাঠে কাজ করেছেন। তবে সপ্তাহ খানেক ধরে তিনি সর্দি ও কাশিতে ভুগছিলেন। তিনি হৃদ্‌রোগেও মারা যেতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। মারা যাওয়ার খবর পেয়ে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাঁর বাড়িতে যান এবং পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। পরিবারের সদস্যরা দুলাল হোসেন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার দাবি করেন। তাই স্বাস্থ্য বিভাগের কর্মীরা নমুনা সংগ্রহ করে রাজশাহীতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। ওই নমুনা পরীক্ষার পর তাঁর মারা যাওয়ার প্রকৃত কারণ জানা যাবে।