সিলেটে ওষুধের দোকান ছাড়া সব বন্ধ

সিলেটে আজ রোববার থেকে ওষুধের দোকান ছাড় সব ব‌্যবসা প্রতিষ্ঠান বিকেল পাঁচটার পর থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। গতকাল শনিবার সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এমন নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বর্তমানে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা থাকা সত্ত্বেও কেউ কেউ বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হচ্ছেন এবং বিভিন্ন দোকানপাটে ভিড় করছেন। সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে ৫ এপ্রিল থেকে বিকাল ৫ টার পর ওষুধের দোকান ছাড়া সকল দোকানপাট বন্ধ থাকবে। সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এবং সার, বীজ ও কীটনাশকের দোকান খোলা থাকবে।

জেলা প্রশাসকের বিজ্ঞপ্ত‌ি প্রকাশের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম‌্যাজিস্ট্রেট (সাধারণ ও গণমাধ‌্যম শাখা) মো. মেজবাহ উদ্দিন। তিনি বলেন, জেলা প্রশাসকের নির্দেশনাটি আজ রোববার থেকে কার্যকর হবে। নির্দেশনাটি সিলেটের সকল উপজেলার জন‌্য প্রযোজ‌্য।সকালে নির্ধারিত সময়ে দোকান খোলার পর বিকেল পাঁচটার মধ‌্যে সেটি বন্ধ করতে হবে।