গাড়ি থেকে নামিয়ে দুই যাত্রীকে বেদম পিটুনি

কুমিল্লা
কুমিল্লা

ভাড়ায়চালিত ব্যক্তিগত গাড়ির পেছনের তিনটি আসনে পাঁচজন না বসার জের ধরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে কয়েকজন চালক দুই যাত্রীকে বেদম পিটিয়েছেন। আজ রোববার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। আহত দুই যাত্রীকে অচেতন অবস্থায় গৌরীপুর বাসস্ট্যান্ডের কাছে ফেলে রেখে চালকেরা চম্পট দেন।

এ সময় অন্য যাত্রীরা আহত দুজনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হয়। আহত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ওসমান গনি (২৮) ও তাঁর বড় ভাই মো. বিল্লাল হোসেন (৩৫)।

ওসমান গনির স্ত্রী আরিফা আক্তার বলেন, তাঁর স্বামী ও ভাশুর বেসরকারি চাকরিজীবী। বাড়িতে কয়েক দিন থাকার পর জরুরি ভিত্তিতে কর্মস্থলে যাওয়ার প্রয়োজন দেখা দেয়। নিরুপায় হয়ে তাঁরা বাড়ি থেকে দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে পৌঁছে ভাড়ায়চালিত ব্যক্তিগত গাড়িতে ওঠেন। পেছনের আসনে তাঁরা চারজন বসার পরও চালক আরও দুই যাত্রীকে বসানোর চেষ্টা করেন। এ সময় ওসমান গনি বেশি টাকা দেওয়ার কথা বলে পেছনের আসনে কাউকে না বসানোর অনুরোধ করেন। এরপর কয়েকজন চালক একত্র হয়ে গাড়ি থেকে নামিয়ে দুই সহোদরকে লোহার রড দিয়ে পিটিয়ে অচেতন করে মহাসড়কের পাশে ফেলে যান। স্বামী-ভাশুরকে রক্ষা করতে গিয়ে আরিফাও আহত হন। এ সময় ওসমান গনির তিন বছরের শিশু আকিফা ভয়ে চিৎকার-চেঁচামেচি করতে থাকে। দীর্ঘ সময় পার হয়ে গেলেও আকিফার কান্না কেউ থামাতে পারেনি। মহাসড়কে লোকজন কম থাকায় চালকদের কেউ আটকাতে পারেননি।

মো. বিল্লাল হোসেন বলেন, বিষয়টি মুঠোফোনে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খানকে জানানো হয়েছে।