আজ থেকে ঢাকায় ঢোকা, বের হওয়া বন্ধ

রাজধানী অভিমুখে মানুষের ঢল। মানার সুযোগ নেই সামাজিক দূরত্ব।  শিমুলিয়া ফেরি ঘাট, ৪ এপ্রিল। ছবি: দীপু মালাকার
রাজধানী অভিমুখে মানুষের ঢল। মানার সুযোগ নেই সামাজিক দূরত্ব। শিমুলিয়া ফেরি ঘাট, ৪ এপ্রিল। ছবি: দীপু মালাকার

জরুরি সেবায় যুক্তদের ছাড়া কাউকে আজ রোববার থেকে ঢাকায় ঢুকতে কিংবা বের হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনসাধারণের জীবনযাত্রা স্বাভাবিক রাখার জন্য জরুরি প্রয়োজন ছাড়া একা কিংবা দলবদ্ধভাবে বাইরে ঘোরাফেরা করতে নিষিদ্ধ ঘোষণা করা হলো। পরবর্তী সরকারি নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসাধারণকে ঢাকায় প্রবেশ করতে দেওয়া হবে না। এমনকি তাদের ঢাকা ছেড়ে যেতেও দেওয়া হবে না। সরকারি নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনগণের ঘরে অবস্থানের বিষয়টি নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

পুলিশ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশ এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে দেশের সব নাগরিক এবং সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে।