নওগাঁয় জ্বর-শ্বাসকষ্ট নিয়ে একজন আইসোলেশনে ভর্তি

নওগাঁর ধামইরহাট উপজেলায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার তাঁকে ভর্তি করা হয়। ওই ব্যক্তির বয়স ৫০ বছর।

আজ রোববার বিকেলে মুঠোফোনে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে শনিবার হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। করোনার উপসর্গের সঙ্গে তাঁর রোগের লক্ষণগুলো মিলে যাওয়ায় তাঁকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে। পরীক্ষার ফল এখনো জানা যায়নি। তিনি বলেন, ওই ব্যক্তি ধামইরহাট উপজেলার স্থানীয় বাসিন্দা। সম্প্রতি বিদেশ বা ঢাকা থেকে আসার কোনো ইতিহাস তাঁর নেই।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, জেলায় রোববার পর্যন্ত ১ হাজার ৮৮৩ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়েছে ১ হাজার ৭৮৭ জনের।