টিভিতে প্রাথমিকের ক্লাস পরশু থেকে

করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মাধ্যমিকের পর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও সংসদ টেলিভিশনে ক্লাস প্রচার করা হবে। আগামী পরশু মঙ্গলবার থেকে ক্লাস প্রচার শুরু হবে। বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে এই ক্লাস। প্রতিটি বিষয়ে ২০ মিনিট করে ক্লাস হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এই তথ্য জানানো হয়। প্রাথমিকের এই ক্লাসের নাম দেওয়া হয়েছে ‘ঘরে বসে শিখি’।

মাধ্যমিকের মতো প্রাথমিকেও টেলিভিশনে পাঠদানকারী শিক্ষকেরা শ্রেণি পাঠ শেষে বিষয়ভিত্তিক বাড়ির কাজ দেবেন। শিক্ষার্থীরা প্রত্যেক বিষয়ের জন্য আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করবে এবং বিদ্যালয় খোলার পর সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দেবে।

এর আগে গত ২৯ মার্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের সংসদ টেলিভিশন চ্যানেলের মাধ্যমে ক্লাস শুরু হয়েছে। মাধ্যমিকের ক্লাসের সময়সূচি ঠিক করা হয়েছে সকাল ৯টা ৫ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত।