কর্মচারীর করোনা শনাক্ত, সুপারশপের মালিকসহ সবাই হোম কোয়ারেন্টিনে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের একটি সুপারশপের মালিক ও ছয় কর্মচারীর পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলেছে উপজেলা প্রশাসন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে তাদের এ নির্দেশ দেওয়া হয়।

গতকাল উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতাল জানায়, ওই সুপারশপের এক কর্মচারীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তিনি চট্টগ্রামে করোনা শনাক্ত হওয়া দ্বিতীয় ব্যক্তি। গত শুক্রবার প্রথমবারের মতো চট্টগ্রামে কারো শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি এই কর্মচারীর বাবা।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় প্রথম আলোকে বলেন, তিনি ওই সুপারশপের মালিক ও কর্মচারীদের পরিবারসহ হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছেন। সুপারশপের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হবে। আরও কাউকে শনাক্ত করা গেলে তাদেরও হোম কোয়ারেন্টিনে থাকতে হবে বলে তিনি জানান।
করবেন। সীতাকুণ্ডের আরও কেউ থাকলে তাদেরকেও হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশনা দেবেন বলে জানান তিনি।