বিএনপি নেতা জাফরুল হাসান মারা গেছেন

জাফরুল হাসান।
জাফরুল হাসান।

বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জাফরুল হাসান মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি রাজধানীর এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে মারা যান।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে জানান, আজ সোমবার দুপুর ১২টার পর ৭৩ বছর বয়সী জাফরুল হাসান মারা যান। তিনি দীর্ঘদিন যাবত কিডনি জটিলতা ও নানান রোগে ভুগছিলেন। গত ১৩ মার্চ এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এই নেতার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব, শ্রমিকদলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা শোক প্রকাশ করেছেন।