রংপুরে নেশাজাতীয় পানীয় পানে ৪ জনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রংপুরে নেশাজাতীয় পানীয় পান করে চারজন মারা গেছেন। সদর উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়নের পালিচড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

এই চারজন হলেন পালিচড়া বাজার এলাকার নৈশপ্রহরী আফছার আলী (৬৫), পশ্চিম কেশবপুর গ্রামের মাংস ব্যবসায়ী সাহিদার রহমান (৪৮), বানিয়াপাড়া এলাকার চা দোকানি আবু রায়হান (৪৫) ও রংপুর নগরের দর্শনা সূত্রাপুর এলাকার সবজি ব্যবসায়ী মমদেল মিয়া (৫০)।

স্থানীয়দের বরাত দিয়ে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান বলেন, ওই চার ব্যক্তি গতকাল রাতে চোলাই মদ পান করেন। রাতেই আফসার, সাহিদার ও মমদেলের মৃত্যু হয়। আজ সকালে গুরুতর অসুস্থ অবস্থায় আবু রায়হানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় একজন হাসপাতালে ভর্তি আছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।

রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান চারজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, 'কী পানে মৃত্যু না হয়েছে তা জানা যায়নি। তবে নেশাজাতীয় কিছু পানে তাদের মৃত্যু হয়েছে, এটি বলা যায়।'