জ্বর-কাশি নিয়ে হাসপাতালে ভর্তি তরুণ, ২ ভবন লকডাউন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুমিল্লার দাউদকান্দিতে ১৯ বছর বয়সী এক তরুণ গত শনিবার জ্বর, কাশি ও গলাব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সে খবর জানার পর ওই তরুণ যে ভবনের ভাড়াটে, সেখানকার দুটি ভবন মঙ্গলবার রাতে লকডাউন করা হয়েছে।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শাহীনূর আলম বলেন, ওই তরুণের উপসর্গ শুনে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। ওই তরুণের পরিবার ও আশপাশের লোকজনকে লকডাউনে থাকতে হবে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই তরুণ ভর্তির সময় হাসপাতালে সঠিক ঠিকানা না দেওয়ায় তাঁর পরিবারকে খুঁজে পেয়ে লকডাউন করতে বেগ পেতে হয়েছে।