নারায়ণগঞ্জ থেকে মঠবাড়িয়ায় গেছেন, তাই লকডাউনে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার একটি বাড়ি আজ মঙ্গলবার দুপুরে লকডাউন করা হয়েছে। ওই বাড়ির ছয় সদস্যকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। চার দিন আগে ওই বাড়ির ছয়জন সদস্য নারায়ণগঞ্জ থেকে মঠবাড়িয়ার একটি গ্রামে যান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই পরিবার নারায়ণগঞ্জে থাকে। চার দিন আগে আরও কয়েকটি পরিবারের সঙ্গে তাঁরা মঠবাড়িয়ায় গ্রামের বাড়িতে আসেন। আজ দুপুরে খবর পেয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাস ওই বাড়িতে গিয়ে বাড়িটি লকডাউন করেন। পরিবারের ছয় সদস্যকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন।

ভারপ্রাপ্ত ইউএনও বলেন, ওই পরিবারের সদস্যরা সচেতন আছেন। তারপরও বাড়িটি লকডাউন করে তাঁদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। হোম কোয়ারেন্টিনে থাকার সময় তাঁদের সব ধরনের সহযোগিতা করা হবে।