সাতক্ষীরায় বিদেশফেরত ৫৯ জন কোয়ারেন্টিনে

কোয়ারেন্টিন
কোয়ারেন্টিন

সাতক্ষীরায় বিদেশফেরত নতুন ৫৯ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাঁদের মধ্যে ৪৬ জন হোম ও ১৩ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন। এ ছাড়া একজন মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে রয়েছেন। 

এ নিয়ে আজ মঙ্গলবার পর্যন্ত ৩ হাজার ১১১ জনকে কোয়ারেন্টিনে রাখা হলো। তাঁদের মধ্যে ১৪ দিন কোয়ারেন্টিনের মেয়াদ শেষ করায় ১ হাজার ১১২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়াত জানান, সাতক্ষীরা জেলা থেকে গতকাল সোমবার পর্যন্ত ২৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরের কাছে পাঠানো হয়েছে। এর মধ্যে দুটি প্রতিবেদন পাওয়া গেছে। দুটিই নেগেটিভ ও অন্য ২৬টির প্রতিবেদন পাওয়া যায়নি।