নাঙ্গলকোটে জ্বর, কাশি নিয়ে মৃত্যু, বাড়ি লকডাউন

কুমিল্লা
কুমিল্লা

কুমিল্লার নাঙ্গলকোটে জ্বর, সর্দি ও কাশি নিয়ে এক ব্যক্তি আজ মঙ্গলবার সকালে মারা গেছেন। পরে তাঁর নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়। এরপর বাড়িটি লকডাউন করা হয়।

এদিকে ঢাকায় করোনায় আক্রান্ত হয়ে এক বয়স্ক নারীর মৃত্যুর পর তাঁর পরিবারের সদস্যরা কুমিল্লার বুড়িচংয়ে গ্রামের বাড়িতে গেলে বাড়িটি লকডাউন করা হয়। 

জেলা সিভিল সার্জন মো. নিয়াতুজ্জামান বলেন, ‘নাঙ্গলকোটের ওই ব্যক্তির আগে টাইফয়েড হয়েছিল। এরপর তিনি পল্লি চিকিৎসকের সহায়তা নেন। এক সপ্তাহ থেকে তাঁর জ্বর, সর্দি, কাশি ছিল। আজ সকালে তিনি মারা যান। খবর পেয়ে তাঁর নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রতিবেদন আসার পর কারণ জানা যাবে। পরে আমরা তাঁর বাড়ি লকডাউন করি। দুপুরে তাঁর দাফন হয়।
বুড়িচংয়ের ইউএনও বলেন, ঢাকায় ৬৫ বছর বয়সী ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। এরপর তাঁর পরিবারের সদস্যরা লাশ দাফনের পর গ্রামের বাড়ি চলে আসেন। ওই পরিবারের পাঁচজনের নমুনা সংগ্রহ করা হয়। আরও একজনের নমুনা সংগ্রহ করা হবে। তাঁদের দুটি বাড়ি লকডাউন করা হয়েছে।