সখীপুরে অনলাইন শপিং চালু করেছে উপজেলা প্রশাসন

টাঙ্গাইলের সখীপুরে মানুষকে ঘরে রাখতে অনলাইন শপিং সার্ভিস চালু করেছে উপজেলা প্রশাসন। জনগণের সুবিধার্থে ‘নিত্য সদাই অনলাইন শপিং’ নামের সেবাটি আগামীকাল বুধবার থেকে কার্যক্রম শুরু করবে। করোনাভাইরাসের কারণে বাজারে না এসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী মানুষ যাতে ঘরে বসেই কেনাকাটা করতে পারে, এমন ভাবনা থেকে এ সেবা চালু করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট দুটি মুঠোফোন ০১৮১৩২০৫৭১৩ ও ০১৮ ৭১০৩৩৮১৭ নম্বরে ফোন করে অর্ডার দিলেই ঘরে পৌঁছে যাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র।
সরকারি সাদত কলেজের অধ্যক্ষ আলীম মাহমুদ এ সেবামূলক উদ্যোগ গ্রহণ করায় উপজেলা প্রশাসনকে স্বাগত জানিয়ে বলেন, ‘উদ্যোগটি সফল হলে এটি মানুষকে ঘরে রাখতে সহযোগিতা করবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা আজ মঙ্গলবার রাত ৯টায় প্রথম আলোকে বলেন, করোনাভাইরাস মোকাবিলা করতে মানুষকে ঘরে রাখতে এই নিত্য সদাই শপিং সেবা চালু করা হয়েছে। সেবাটি বাস্তবায়ন করতে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবীদের সহযোগিতা নেওয়া হবে।