মুন্সিগঞ্জে মসজিদসহ ১০ বাড়ি লকডাউন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় একটি মসজিদসহ ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এই লকডাউনের ঘোষণা দেয় উপজেলা প্রশাসন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবিরুল ইসলাম।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, লৌহজংয়ের ওই দুই ব্যক্তি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ঢাকার বাড়িতে মারা গেছেন। একজন মারা গেছেন গত শুক্রবার, অপরজন সোমবার। দুজনেই মারা যাওয়ার আগে গ্রামের বাড়িতে আসার ইতিহাস আছে। তাঁদের সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

ইউএনও কাবিরুল ইসলাম খান জানান, ঢাকায় মারা যাওয়া ওই ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল। মঙ্গলবার প্রতিবেদন পাওয়ার পর জানা যায়, ওই দুই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ঘটনায় এলাকার একটি মসজিদসহ ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।