আক্কেলপুরে করোনা সন্দেহে যুবক আইসোলেশনে, তিনটি বাড়ি 'লকডাউন'

জয়পুরহাটের আক্কেলপুর পৌরশহরে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে এক যুবককে জেলা স্বাস্থ্য বিভাগের প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে। এ ঘটনায় আজ বুধবার সকাল থেকে ওই মহল্লার তিনটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। 

জয়পুরহাটের সিভিল সার্জন সেলিম মিঞা আজ দুপুরে প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাধেশ্যাম আগরওয়ালা বলেন, ওই যুবক নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি নারায়ণগঞ্জ থেকে জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বাড়ি আসেন। মহল্লার লোকজনের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার রাতে তাঁকে গোপীনাথপুর ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির আইসোলেশনে ভর্তি করানো হয়।

সিভিল সার্জন সেলিম মিঞা প্রথম আলোকে বলেন, ওই যুবকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিউল ইসলাম বলেন, ওই যুবকের বাড়িসহ তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে।