কমলগঞ্জে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে শিশুর মৃত্যু, নমুনা সংগ্রহ

রহিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় ওয়ার্ড সদস্য মুজিবুর রহমান বলেন, বেশ কিছুদিন ধরেই শিশুটি শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। সে হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে বাড়ি আসে। বুধবার সকালে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে শিশুটি মারা যায়। তিনি বিষয়টি উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে অবহিত করেন। পরে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লোকজন গ্রামে আসেন। তাঁরা লাশ থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, শিশুটির লাশ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। শনিবার বা রোববার পরীক্ষার প্রতিবেদন পাওয়া যাবে। তখনই বোঝা যাবে, শিশুটি করোনায় আক্রান্ত ছিল কি না।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক বলেন, শিশুটি করোনায় আক্রান্ত ছিল কি না, এখনই বলা যাচ্ছে না। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিন করা হয়েছে।