ত্বকী ও করোনায় মৃতদের স্মরণে আলোক প্রজ্বালন

তানভীর মুহাম্মদ ত্বকী। ফাইল ছবি
তানভীর মুহাম্মদ ত্বকী। ফাইল ছবি

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচারের দাবিতে নগরীতে প্রতি মাসের ৮ তারিখ ধারাবাহিকভাবে আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। তবে এবার শুধু তানভীর মুহাম্মদ ত্বকী নয়, সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া লোকজনের স্মরণে ও বিশ্বের শান্তি কামনায় একযোগে দুই শতাধিক গৃহে সামাজিক দূরত্ব মেনে মোমশিখা প্রজ্বালন কর্মসূচি পালন করল নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

আজ বুধবার সন্ধ্যা সাতটায় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা দুই শতাধিক বাড়িতে এ কর্মসূচি পালন করেন।
নিহত ত্বকীর বাবা সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ‘বাংলাদেশসহ আমরা সারা বিশ্বের মানুষ এখন ইতিহাসের কঠিন সময় অতিবাহিত করছি। বিশ্ব আজ এক ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি। প্রতিদিন হাজার হাজার মানুষ এ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে, মৃত্যুবরণ করছে। মানবসভ্যতার ইতিহাসে এ এক ভয়াবহ বিপর্যয়। যাঁরা একটি সুন্দর জীবন, সুন্দর পৃথিবীর স্বপ্ন লালন করতেন, করোনার ছোবলে আজ তাঁরা মৃত্যুবরণ করছেন। আজ যে সামাজিক বিচ্ছিন্নতা তৈরির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, মনে রাখতে হবে, আপাত এ সংকটে তা প্রতিষেধক হলেও মানুষে মানুষে সংযোগ, মানুষের পাশে মানুষ, হাতের সঙ্গে হাত, পায়ে পা মিলিয়েই কেবল আমরা একে মানবিক বিশ্বে রূপান্তরিত করতে পারি। বিচ্ছিন্নতা নয়, সংযুক্তি, ঐক্য। যূথবদ্ধতাই মুক্তির পথ। আজকে এ আলোক প্রজ্বালন আমাদের মধ্যে সংযুক্তির সে বোধ তৈরি করবে, আমরা এ অন্ধকার থেকে আলোয়ে ফিরে যাব, এটাই প্রত্যাশা।’
কর্মসূচিতে অংশ নেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি রথীন চক্রবর্তী, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম, উদীচী জেলা সভাপতি জাহিদুর হক, সমগীতের সভাপতি অমল আকাশ, সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন, বাসদ জেলা কমিটির সমন্বয়ক নিখিল দাস প্রমুখ।
২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখাখাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে ত্বকীর হত্যার বিচার শুরু ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।