কিশোর করোনায় আক্রান্ত, রংপুরে ১৬ বাড়ি লকডাউন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

করোনাভাইরাসে ১৭ বছরের এক কিশোর আক্রান্ত হওয়ার ঘটনায় রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৬টি বাড়ি লকডাউন করা হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে জেলা প্রশাসক আসিব আহসান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই কিশোর গত ১৬ মার্চ মুন্সিগঞ্জে তার নানার বাড়িতে বেড়াতে যায়। সে গত ২৭ মার্চ মুন্সিগঞ্জ থেকে বাড়িতে ফিরে আসে। পাঁচ দিন আগে তার জ্বর আসে। পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। পরে গতকাল রাত থেকে ওই কিশোরের বাড়িসহ আশপাশের মোট ১৬টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। কিশোরের বাবা-মা, বড় বোন, ফুপুসহ পাঁচজনের নমুনা আজ বৃহস্পতিবার সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।