মান্দায় জ্বর-সর্দি নিয়ে ব্যক্তির মৃত্যু

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

নওগাঁর মান্দা উপজেলায় জ্বর-সর্দি-কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পাঁচ ঘণ্টার মাথায় এক ব্যক্তির (৫৮) মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের উপপরিচালক সাইফুল ইসলাম বলেন, গতকাল রাত ১০টার দিকে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টের উপসর্গ থাকা ওই ব্যক্তিকে তাঁর পরিবারের সদস্যরা হাসপাতালে আনেন। শরীরে করোনার উপসর্গ থাকায় আইসোলেশন ইউনিটে রেখে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে ওই রোগীর মৃত্যু হয়। করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে কি না, তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

মান্দা উপজেলার পরাণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইলিয়াস খান ওই ব্যক্তির স্বজনদের বরাত দিয়ে বলেন, তিনি তিন-চার দিন ধরে অসুস্থ ছিলেন। জ্বর-সর্দি-শ্বাসকষ্টের উপসর্গ ছাড়াও তাঁর ডায়রিয়াও ছিল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মুহাম্মদ মশিউর রহমান বলেন, ‘মান্দায় করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি উপজেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন অবগত রয়েছে। মৃত ব্যক্তিকে করোনা আক্রান্ত রোগী হিসেবে সন্দেহের তালিকায় রেখে স্বাস্থ্যবিধি মেনে দাফন করানোর জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। মৃত ব্যক্তির নমুনার প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আপাতত তাঁর পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।’