নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জন চৌধুরী ইকবাল বাহার

নারায়ণগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তাঁর জায়গায় অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক (প্রশাসন) চৌধুরী ইকবাল বাহারকে।
আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (প্রশাসন) বেলাল হোসেন এ আদেশ দেন বলে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে জেলা সিভিল সার্জন বাড়িতে কোয়ারেন্টিনে ছিলেন। তিনি কোয়ারেন্টিনে থেকে টেলিফোনে বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছেন। নমুনা পরীক্ষায় আজ শনিবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তিনি বাড়িতে আইসোলেশনে আছেন।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে চৌধুরী ইকবাল বাহার প্রথম আলোকে বলেন, ‘চিঠি পেয়েছি। রোববার যোগদান করব।’
নারায়ণগঞ্জ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ নারীসহ ৯ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন দুই চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়সহ ৮৩ জন। আইইডিসিআর নারায়ণগঞ্জ জেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে। ৮ এপ্রিল আইএসপিআর নারায়ণগঞ্জ জেলাকে পুরোপুরি লকডাউন ঘোষণা করে।