গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী

মিন্টো রোডের সরকারি বাসায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নেতাদের সঙ্গে আলাপ করেন তথ্যমন্ত্রী। ছবি: সংগৃহীত
মিন্টো রোডের সরকারি বাসায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নেতাদের সঙ্গে আলাপ করেন তথ্যমন্ত্রী। ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের মত মহামারির সময় জীবনের ঝুঁকি নিয়ে কর্মরত সকল গণমাধ্যমকর্মীকে ধন্যবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার নেতাদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, 'করোনার এই বৈশ্বিক দুর্যোগের সময় সংবাদকর্মীরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করছেন। এই পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে কাজ করা এবং জনগণের কাছে সঠিক সংবাদ পৌঁছানোর জন্য গণমাধ্যমকর্মীদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই।'

তথ্যমন্ত্রী বলেন, 'একই সঙ্গে গুজবের বিরুদ্ধে মূলধারার মিডিয়াগুলো, টেলিভিশন ও পত্রিকা যে বলিষ্ঠ ভূমিকা রাখছে এ জন্য তাদের ধন্যবাদ ও অভিনন্দন।'

হাছান মাহমুদ বলেন, সরকারের পক্ষ থেকে কীভাবে সংবাদকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা দেওয়া যায় তা নিয়ে কাজ করছে সরকার।

হাছান মাহমুদ বলেন, জানতে পেরেছি অনেক টেলিভিশন তাদের কর্মীদের বেতন দেয়নি। ওই সব প্রতিষ্ঠান দেশের এই পরিস্থিতিতে কর্মীদের দ্রুত বেতন ভাতা পরিশোধ করে দেওয়ার আহ্বান জানান তিনি।

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার সভাপতি রেজওয়ানুল হক রাজার নেতৃত্বে সেন্টার সচিব শাকিল আহমেদ এবং সৈয়দ ইশতিয়াক রেজা, নজরুল কবীর ও শাহনাজ শারমিন বৈঠকে অংশ নেন।