বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি রাত ১২টার পর

খুনি আবদুল মাজেদ
খুনি আবদুল মাজেদ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আবদুল মাজেদের ফাঁসি আজ শনিবার দিবাগত রাত ১২টার পর কার্যকর হবে। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা।

বঙ্গবন্ধুকে হত্যার দায়ে আবদুল মাজেদের ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত। মাজেদ এত দিন পলাতক ছিলেন। গত মঙ্গলবার ঢাকা থেকে গ্রেপ্তার হন তিনি।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা প্রথম আলোকে বলেন, কারা কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিয়েছে। রাত ১২টার পর ফাঁসি কার্যকর হবে।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় স্বজনেরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে মাজেদের সঙ্গে দেখা করেন। আবদুল মাজেদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেছিলেন। সেই আবেদন ইতিমধ্যে নাকচ হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, মাজেদের মৃত্যুদণ্ড কার্যকরে এখন আর বাধা নেই। কারাগারে আবদুল মাজেদের সঙ্গে তাঁর স্ত্রী সালেহা বেগম, স্ত্রীর বোন ও ভগ্নিপতি, ভাতিজা ও একজন চাচাশ্বশুরসহ মোট পাঁচজন দেখা করে এসেছেন।