কর্মস্থলে অনুপস্থিত কর্মকর্তাকর্মচারীর তালিকা হচ্ছে

কর্মস্থলে অনুপস্থিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তালিকা করা হচ্ছে। এরপর তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই তালিকা করতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন শনিবার প্রথম আলোকে বলেন, সরকারি আদেশে কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকতে বলা হয়েছে। কিন্তু কেউ কেউ কর্মস্থলে থাকছেন না। এতে এই দুর্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রমসহ কিছু কাজে সমস্যা হচ্ছে। এ জন্য অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা করতে বলা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। 

করোনাভাইরাসের কারণে ছুটি দেওয়া হলেও প্রতিটি প্রজ্ঞাপনে কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সর্বশেষ গত শুক্রবার ছুটির যে আদেশ জারি করা হয়েছে, তাতেও বলা হয়েছে, ‘বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব পালনের লক্ষ্যে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।’
কিন্তু অভিযোগ উঠেছে, অনেকে কর্মস্থলে না থেকে গ্রামের বাড়িতে ছুটি কাটাচ্ছেন। বিশেষ করে মাঠ পর্যায়ে এটি বেশি হচ্ছে।