গোপালগঞ্জে জ্বর শ্বাসকষ্ট নিয়ে গৃহবধূর মৃত্যু

গোপালগঞ্জ
গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জ্বর, সর্দি, কাশি নিয়ে আজ রোববার সকালে এক গৃহবধূর (২০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় করোনাভাইরাস পরীক্ষার জন্য মৃত গৃহবধূর নমুনা সংগ্রহ করার পাশাপশি বাড়িটি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির আহমেদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকালে ওই গৃহবধূ জ্বর ও শ্বাসকষ্ট সহ করোনাভাইরাসের অন্যান্য উপসর্গ নিয়ে মারা যান। পরে তাঁর মরদেহ কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে জাতীয় রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। 

ইউএনও বলেন, এ ঘটনায় ওই নারীর বাড়ি লকডাউন করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।