১৫ বস্তা চাল জব্দ, ইউপি সদস্য আটক

মাদারীপুরের কালকিনিতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা চাল উদ্ধার করেছে ডাসার থানার পুলিশ। গতকাল শনিবার রাতে ৯৯৯-এ ফোন পেয়ে উপজেলার ডাসার থানাধীন উত্তর চলবলে মধ্যরাতে ও আজ রোববার দুপুরে উত্তর শশীকর এলাকায় অভিযান চালিয়ে এই চাল উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নবগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য উত্তম কুমার বিশ্বাসকে আটক করেছে পুলিশ। আজ দুপুরে উপজেলার শশীকর বাজার থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা চালের বস্তা পরিবর্তন করে দুটি বাড়িতে চালের বস্তা মজুত করে রেখেছেন এক জনপ্রতিনিধি—গতকাল রাত ১০টার দিকে ৯৯৯-এ এমন খবর পায় ডাসার থানার পুলিশ। এ তথ্যের ভিত্তিতে মধ্যরাতে উত্তর চলবল এলাকার উত্তম সরকার ও প্রকাশ বাড়ৈ নামের দুজনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান অভিযুক্ত উত্তম সরকার ও প্রকাশ বাড়ৈ। পরে তাঁদের ঘরে তল্লাশি চালিয়ে খাদ্য অধিদপ্তরের ৫০ কেজির ৭ বস্তা চাল উদ্ধার করা হয়। খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে, এ ঘটনার সঙ্গে নবগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য উত্তম কুমার বিশ্বাস জড়িত।

আজ দুপুরে উত্তর শশীকর বাজারে আবারও অভিযান চালিয়ে ইউপি সদস্য উত্তম কুমার বিশ্বাসকে আটক করে ডাসার থানার পুলিশ। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে তাঁর ঘর থেকে উদ্ধার করা হয় ৫০ কেজির আরও ৮ বস্তা সরকারি চাল।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওহাব মিয়া বলেন, ‘সরকারি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ আসা ফোনের তথ্যের ভিত্তিতে আমরা দুই দফা অভিযান চালিয়ে ১৫ বস্তা চাল উদ্ধার করি। প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ৭৫০ কেজি চাল জব্দ করেছি আমরা। এ চাল আত্মসাতের সঙ্গে জড়িত এক ইউপি সদস্যকে আটক করেছি। এমনকি তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও ৮ বস্তা চাল উদ্ধার করেছি আমরা। এ ছাড়া ইউপি সদস্যের সহযোগী হিসেবে অভিযুক্ত বাকি দুজন উত্তম ও প্রকাশকে ধরতে পুলিশ কাজ করছে।’

আবদুল ওহাব মিয়া আরও বলেন, ‘উদ্ধার হওয়া চালের বস্তা পরিবর্তন করে মুরগির খাবারের বস্তায় চাল মজুত করেন অভিযুক্তরা। কিন্তু এই মজুত চালের সবই সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল। আরও কিছু তথ্যের ভিত্তিতে আমাদের এ অভিযান অব্যাহত আছে।’

জানতে চাইলে নবগ্রাম ইউপি চেয়ারম্যান বিভূতিভূষণ বাড়ৈ বলেন, ‘আটক ইউপি সদস্য আওয়ামী লীগ করেন, তবে তাঁর অমন কোনো দলীয় পদ-পদবি নেই। তিনি সরকারি চাল আত্মসাৎ করার চেষ্টা করে বড় অন্যায় করেছেন, তাই তাঁকে পুলিশ ধরে নিয়েছে গেছে। এর দায় তাঁর নিজের। আইন অনুযায়ী তাঁর বিচার হবে। তবে তাঁর এই অপকর্মের সঙ্গে অন্য কোনো জনপ্রতিনিধি জড়িত নেই।’