অ্যাম্বুলেন্সে যাত্রী বহন করায় জরিমানা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অ্যাম্বুলেন্সে রোগী সাজিয়ে যাত্রী বহনের ঘটনায় এক চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার ঘুড়কা ইউনিয়নের ভূঞাগাঁতী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সুবীর কুমার দাশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় গণপরিবহন বন্ধ রয়েছে। এ সুযোগে একটি চক্র অ্যাম্বুলেন্সে রোগী সাজিয়ে যাত্রী বহন করছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক মামুন হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সরকারি আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার ঘটনায় একই বাজারের দুজন ক্ষুদ্র ব্যবসায়ীকে ৫০০ করে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সহকারী কমিশনার (ভূমি) সুবীর কুমার দাশ প্রশাসনের সঙ্গে লুকোচুরি না খেলে উপজেলাবাসীকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, উপজেলাবাসীকে ভালো রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। এ জন্য তাদের ঘরে থেকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।