সিলেটে এক প্রসূতি করোনায় আক্রান্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিলেটে এক প্রসূতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত শুক্রবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারী অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করেছেন।

সন্তান প্রসবের জন্য সুনামগঞ্জ থেকে সিলেটে আসা ওই নারীর (২১) করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায়। তিনি বলেন, ওই নারীর নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তাঁর সংস্পর্শে আসা চিকিৎসক এবং অন্যদের কোয়ারেন্টিনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে ভর্তি হওয়ার আগেই ওই নারীর করোনাভাইরাসের মৃদু উপসর্গ দেখা দেয়। গত শুক্রবার অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর সন্তান জন্মদানের পর উপসর্গ বেড়ে যায়। পরে তাঁর নমুনা সংগ্রহ করে হাসপাতালের করোনাভাইরাস পরীক্ষাগারে পাঠানো হয়। গতকাল রোববার রাতে ওই প্রসূতির পরীক্ষার ফলে করোনাভাইরাস পজিটিভ আসে।

হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় বলেন, ওই নারীকে হাসপাতালে আলাদাভাবে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।