বঙ্গবন্ধুর খুনি মাজেদের লাশ সরিয়ে নিতে আন্দোলন অব্যাহত

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি আবদুল মাজেদের লাশ অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে সোমবার সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় মানববন্ধন করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ছবি: প্রথম আলো
বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি আবদুল মাজেদের লাশ অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে সোমবার সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় মানববন্ধন করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ছবি: প্রথম আলো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের লাশ অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে আজ সোমবার দ্বিতীয় দিনের মতো নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেন।

দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় বিক্ষোভ শেষে মানববন্ধন শুরু হয়। বেলা একটা পর্যন্ত চলে এ কর্মসূচি। এতে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সোনারগাঁ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেন, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান, সনমান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহামুদ প্রমুখ।

মাহফুজুর রহমান বলেন, ‘আমরা সরকারের কাছে অনুরোধ করব, খুনি মাজেদের লাশ উত্তোলন করে অন্যত্র স্থানান্তর করা হোক। এই কলঙ্কিত খুনির লাশ আমাদের উপজেলায় থাকতে দেওয়া হবে না। সরকার কোনো পদক্ষেপ না নিলে আমরা এ লাশ উত্তোলন করে নদীতে ভাসিয়ে দেব। আমরা চাই, তার লাশ নদীতে ভাসতে ভাসতে তার জন্মস্থান ভোলার বোরহানউদ্দিনে চলে যাক।’

গত শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে আবদুল মাজেদের ফাঁসি কার্যকর হওয়ার পর লাশ তাঁর শ্বশুরবাড়ি সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর গ্রামে দাফন করা হয়। গতকাল রোববার সকালে এ খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠন বিক্ষোভ করে লাশ অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য দাবি জানায়।