ময়মনসিংহে দুজন চিকিৎসক করোনায় আক্রান্ত

ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

ময়মনসিংহে আরও দুজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দুজনেই পেশায় চিকিৎসক। একজন পুরুষ, অপরজন নারী। তাঁরা দুজনেই গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন এ বি এম মশিউল আলম। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত মোট ছয়জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হলেন।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মাহবুব উর রহমান বলেন, আক্রান্ত দুজন চিকিৎসককে রাতে ময়মনসিংহ শহরের এস কে হাসপাতালের আইসোলেশন ইউনিটে পাঠানো হতে পারে। তবে প্রশাসনিকভাবে এখনো কোনো নির্দেশনা পাননি। ঊর্ধ্বতন মহলের নির্দেশনা পাওয়ার পর সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৯৪ জন ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়। এঁদের মধ্যে সাতজনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তিনজন জামালপুরের, দুজন ময়মনসিংহের, একজন শেরপুরের ও অপর একজন নেত্রকোনা জেলার।