বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। আজ সোমবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান গণমাধ্যম উপদেষ্টা রোজা স্ট্যাথিস প্রধানমন্ত্রীর এই বাণী গণমাধ্যমে প্রেরণ করেন।

বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে বাংলাদেশিদের উদ্দেশে দেওয়া এক বাণীতে স্কট মরিসন বলেন, ‘বাংলা নববর্ষ উদযাপন সাধারণত বাঙালি সম্প্রদায়ের সর্বাধিক লালিত ঐতিহ্য। এটা নবায়ন ও সতেজকরণের সময় এবং আনন্দ ও নিষ্ঠার সময়। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে খরা, দাবানল এবং এখন চলতে থাকা বিশ্বব্যাপী স্বাস্থ্য সংকট আমাদের অস্ট্রেলিয়াকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। এ সময় আমাদের শক্তি, ঐক্য এবং সহনশীলতার প্রমাণ দিতে হবে। করোনাভাইরাস শত বছরে একবার আসে। এ সময় একে অপরের সঙ্গে থেকে আমরা এই দুর্যোগ মোকাবিলা করব।’

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘অস্ট্রেলিয়াকে সুরক্ষিত রাখতে আমাদের সবার ভূমিকা রয়েছে। নিয়োগকর্তা, নার্স, চিকিৎসক, শিক্ষক, বিজ্ঞানী, বন্ধু, পরিবার এবং প্রতিবেশী—সবার।’

স্কট মরিসন তাঁর বাণীতে দেশটিতে অবস্থানরত বাঙালি সম্প্রদায়ের কথা উল্লেখ করে বলেন, ‘আমি জানি বাঙালি সম্প্রদায় তাঁরা উদারতা, শান্তি এবং পরস্পর সম্মানকে মর্যাদা করে। এ সংকটে তাঁরা তাই প্রদর্শন করবে।’

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাণী। ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাণী। ছবি: সংগৃহীত

স্কট মরিসন তাঁর বাণীতে দেশটিতে বাংলাদেশিদের অবদান এবং অস্ট্রেলিয়াকে আপনভূমি করে নেওয়ার কথা উল্লেখ করে সবার শুভকামনা জানান। তিনি বলেন, ‘আমি অস্ট্রেলিয়ান বাঙালিদের সামনের বছরটির জন্য শুভকামনা জানাচ্ছি এবং অস্ট্রেলিয়াকে আপনারা যা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ জানাই।’

এ ছাড়া অন্যান্য বিষয়ের সঙ্গে এই দুর্যোগে পরস্পর সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।