হাসপাতালে গিয়ে তথ্য গোপন করোনা রোগীর

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলার এক করোনা রোগী পালিয়ে হাসপাতালে গিয়ে তথ্য গোপন করেছেন। হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় করোনায় আক্রান্ত হওয়ার খবর পেয়ে তিনি পালিয়ে হাসপাতালে যান। ওই ব্যক্তির বয়স ৪২ বছর।

সোমবার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফাতেহ্ আকরাম এ তথ্য জানান। তিনি বলেন, ওই ব্যক্তির পুরো পরিবারকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। ১১ এপ্রিল তাঁদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। সোমবার করোনা পরীক্ষার প্রতিবেদনে ওই ব্যক্তিসহ তাঁর পরিবারের তিন সদস্যের মধ্যে করোনা শনাক্ত হয়। এ খবর পেয়ে ৪২ বছর বয়সী ওই ব্যক্তি পালিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান। হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগ থেকে তাঁর লক্ষণ দেখে করোনা পরীক্ষা হয়েছে কি না জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। পরে ওই ব্যক্তিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এস কে হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সোমবার পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে মোট পাঁচজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।