স্কুলকে কোয়ারেন্টিন ঘোষণায় বাধা, একজনকে ৬ মাসের কারাদণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহীর তানোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে বাধা দিতে লোকসমাগম ঘটানোর অভিযোগে সংক্রমণ ব্যাধি আইনে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ওই ব্যক্তির নাম আবদুল মালেক। গতকাল সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। মালেক তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি। তাঁর রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান।

প্রত্যক্ষদর্শীরা জানান, তানোর পৌর উচ্চবিদ্যালয়কে উপজেলার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ঘোষণা করার কথা শুনে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। সন্ধ্যা ছয়টার দিকে টহল দল নিয়ে ওই দিক দিয়ে যাচ্ছিলেন রাজশাহী জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মালেক। তাঁর সঙ্গে আনসার সদস্যরা ছিলেন। উপজেলার মেডিকেল মোড়ে লোকসমাগম হতে দেখে ম্যাজিস্ট্রেট সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান। এ সময় বিক্ষুব্ধ জনতা তাঁদের ওপরে হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। পরে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো ও তানোর থানার ওসি রাকিবুল হাসান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

এ ঘটনায় তানোরের ইউএনও সুশান্ত কুমার মাহাতো তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত করে সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮-এর ২৫ ধারায় স্বাস্থ্য বিধি লঙ্ঘন করায় তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল মালেকের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মালেক বলেন, কিছু লোক হামলার চেষ্টা করেছিল। তবে আহত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন।

রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক প্রথম আলোকে বলেন, তানোরের ঘটনায় দুজনকে আটক করা হয়েছিল। পরে লঘু অপরাধের জন্য একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। অপর একজনকে সংক্রামক ব্যাধি আইনে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।