চাঁদপুরে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশনে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জ্বর–শ্বাসকষ্ট নিয়ে চাঁদপুর সদর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন এক যুবক (৩৩) আজ মঙ্গলবার মারা গেছেন। গতকাল রাতে ওই যুবককে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।

চাঁদপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও করোনা–বিষয়ক ফোকাল পারসন সুজাউদ্দৌলা রুবেল বলেন, গতকাল রাত তিনটার দিকে ওই যুবক জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে আসেন। তাঁর স্বজনেরা তখন জানান, ৫ দিন আগে ঢাকা থেকে আসার পর জ্বরে আক্রান্ত হন তিনি। অবস্থা খারাপের দিকে যাওয়ায় তাঁরা হাসপাতালে আনেন। আজ সকাল আটটার দিকে তিনি মারা যান বলে এই চিকিৎসা কর্মকর্তা জানান।

হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. হাবিবুল করিম বলেন, ওই যুবক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা জানতে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।

চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, বিশেষ ব্যবস্থায় ওই যুবকের দাফন হবে।