করোনায় নিস্তব্ধ পয়লা বৈশাখ

করোনাভাইরাসের কারণে প্রাণহীন এবারের পয়লা বৈশাখ। এ বছর রমনার বটমূলে ছায়ানটের গান নেই, চারুকলায় উন্মাদনা নেই, মঙ্গল শোভাযাত্রাও নেই। নাগরিক বর্ষবরণের কেন্দ্রবিন্দুতে থাকা চারুকলায় কোনো আয়োজন নেই। রাজধানীর বর্ষবরণের অন্যতম স্থান শাহবাগ এলাকার ফাঁকা এ দৃশ্য যেন পুরো দেশের প্রতীক।
১ / ৯
রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণের আয়োজন নেই। তাই রমনা পার্কের ফটকগুলো তালাবন্ধ।
রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণের আয়োজন নেই। তাই রমনা পার্কের ফটকগুলো তালাবন্ধ।
২ / ৯
রাজধানীতে বর্ষবরণের কেন্দ্রবিন্দুতে থাকা শাহবাগ এলাকা ফাঁকা। সড়কে সেনাবাহিনীর টহল।
রাজধানীতে বর্ষবরণের কেন্দ্রবিন্দুতে থাকা শাহবাগ এলাকা ফাঁকা। সড়কে সেনাবাহিনীর টহল।
৩ / ৯
চারুকলায়ও কোনো আয়োজনের সুযোগ ছিল না এবারের নববর্ষে।
চারুকলায়ও কোনো আয়োজনের সুযোগ ছিল না এবারের নববর্ষে।
৪ / ৯
শাহবাগের সব ফুলের দোকান বন্ধ ছিল।
শাহবাগের সব ফুলের দোকান বন্ধ ছিল।
৫ / ৯
ফাঁকা শাহবাগে দেখা মিলল একমাত্র ভ্রাম্যমাণ ফুল বিক্রেতা আরিফকে। দুপুর পর্যন্ত তাঁর কাছ থেকে ১০০ টাকা দামের একটি মালা কিনেছেন এক সাংবাদিক।
ফাঁকা শাহবাগে দেখা মিলল একমাত্র ভ্রাম্যমাণ ফুল বিক্রেতা আরিফকে। দুপুর পর্যন্ত তাঁর কাছ থেকে ১০০ টাকা দামের একটি মালা কিনেছেন এক সাংবাদিক।
৬ / ৯
রমনার সামনের সড়কে নিস্তব্ধতা। সেখানকার পদচারী-সেতুতে কয়েকটি কাক যেন নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করছে।
রমনার সামনের সড়কে নিস্তব্ধতা। সেখানকার পদচারী-সেতুতে কয়েকটি কাক যেন নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করছে।
৭ / ৯
কোথাও নেই বর্ষবরণের সাজ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যক্তিগত সুরক্ষার পোশাক পরে যাচ্ছেন এক ব্যক্তি।
কোথাও নেই বর্ষবরণের সাজ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যক্তিগত সুরক্ষার পোশাক পরে যাচ্ছেন এক ব্যক্তি।
৮ / ৯
কোলাহলমুক্ত শিশু পার্কের সামনের সড়কে সেনাবাহিনীর টহল।
কোলাহলমুক্ত শিশু পার্কের সামনের সড়কে সেনাবাহিনীর টহল।
৯ / ৯
চারুকলার দেয়ালে হয়নি কোনো নতুন আলপনা।
চারুকলার দেয়ালে হয়নি কোনো নতুন আলপনা।