মুন্সিগঞ্জে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুজন নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার বেজগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। র‍্যাবের দাবি, নিহত দুজন শীর্ষ ডাকাত ছিলেন।

নিহত দুজন হলেন মো. মাসুদ হাওলাদার (৩৪) ও তাঁর সহযোগী মো. হাসান (৩৫)। র‌্যাব জানায়, নিহত মাসুদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও কাউনিয়া থানায় কমপক্ষে পাঁচটি ডাকাতির মামলা আছে।

মঙ্গলবার সন্ধ্যায় র‍্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, শরীয়তপুরসহ ঢাকার আশপাশের জেলাগুলোতে মাসুদ হাওলাদারদের একটি দল ডাকাতি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মঙ্গলবার দুপুরে মাওয়া ঘাট হয়ে রাজধানীর উদ্দেশে রওনা দেয় ডাকাত দলটি। এ সময় র‍্যাবের উপস্থিতি টের ডাকাতেরা গুলি ছোড়ে। আত্মরক্ষার জন্য র‍্যাবও পাল্টা গুলি চালালে দুই ডাকাত নিহত হন। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, ম্যাগাজিন ও ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে র‌্যাব।