গফরগাঁওয়ে এবার তিন স্বাস্থ্যকর্মী আক্রান্ত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এবার তিনজন স্বাস্থ্যকর্মীর শরীরে এ ভাইরাস শনাক্ত হলো। আজ বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষায় ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন এ বি এম মশিউল আলম।

তাঁরা করোনায় আক্রান্ত এক রোগীকে চিকিৎসা দিয়েছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান বলেন, আপাতত আক্রান্ত তিন স্বাস্থ্যকর্মীকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে রাখার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী নির্দেশনা পেলে তাঁদের ময়মনসিংহ শহরের এস কে হাসপাতালের আইসোলেশন ইউনিটে পাঠানো হতে পারে। এ নিয়ে গফরগাঁও উপজেলাতেই এখন পর্যন্ত ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন।